ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অগ্নিকান্ডে তিনটি দোকান ভষ্মিভুত হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে চৌরাস্তার বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভের উত্তর পাশে দোকান গুলোয় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
জানা যায়, রাত ১২টার দিকে নজরুল ইসলাম ও ওসমান গনির মালিকানাধীন মার্কেটে মিটুল শেখের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
এরপরে একে একে পাশের আকিজ মোল্যার ওষুধের দোকান ও মন্টু রায়ের লন্ডির দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে সেখানে রওশন মোল্যার গদি ঘরের সিলিং পুড়ে গিয়েছে। পাশে ঘটেন কুমার নামে একজনে সেলুনের দোকান সামান্য ক্ষতি গ্রস্থ হয়েছে। মিটুল শেখের দোকান থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকান্ডে সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
মোল্যা মেডিকেল স্টোরের মালিক আকিজ মোল্যা (৪৫) বলেন, তাঁর দোকানে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা, ২০ লাখ টাকার ওষুধ, ফ্রিজ ও আসবাবপত্রসহ ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিন দোকান মিলে ক্ষতির পরিমান অর্ধোকোটি টাকা প্রায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় স্ট্যান্ডের ভাড়াই মোটরসাইকেল চালক মো. আজম মোল্যা জানান, রাতে তিনি মিটুন শেখের দোকানের ভেতর ধোঁয়া উড়তে দেখেন এবং ভেতরের প্রচন্ড তাপ অনুভব করেন। কিছুক্ষণ পরে ঘরের ঢালা দিয়ে আগুনের ফুল্কি দেখা যায়। মুহূর্তে আগুন ক্ষতিগ্রস্ত দোকান গুলোয় ছড়িয়ে পড়ে।
বোয়ালমারী ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা রনেন্দ্রনাথ চৌধুরী জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট স্থানীয় জনতার সহায়তায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।