মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার হতে মোট ৭৫ জন পাটচাষী প্রশিক্ষণে অংশ নেয়। এ প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তুষার সাহা ও ফরিদপুর পাট অধিদপ্তরের পাট উন্নয়ন অফিসার মো. লুৎফুল আমিন।
সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সে জন্য পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। তাই পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজওয়ান ইসলাম। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রিন্ট