কুষ্টিয়ায় দৌলতপুর থেকে র্যাবের অভিযানে দৌলতপুর থেকে ৭২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ০১। র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রাম থেকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭২০ বোতলআমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় এই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে। ফেনসিডিলের আনুমানিক মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা। সোমবার (০২ সেপ্টেম্বর) ভোর ৫ টায় র্যাব-১২ সিপিসি-১ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ।
র্যাব ১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানান, র্যাব-১২ কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষ আভিযানিক দল সোমবার ভোর ৫ টায় উপজেলার মহিষকুন্ডি গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় দৌলতপুর উপজেলা প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৫) কে ৭২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
আটককৃত ব্যাক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আলামত সহ ধৃত আসামীকে থানায় সোপর্দ করেছে র্যাব।