ফরিদপুর জেলার সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ সম্পন্ন হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত/প্রাতিষ্ঠানিক পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় সদরপুর উপজেলার পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচীর সূচনা করেন প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।
পরে উপজেলার বিভিন্ন এতিমখানার পুকুর ও সরকারি জলাশয়ে অবমুক্তকরণের লক্ষ্যে পোনামাছ বিতরণ করা হয়।
- আরও পড়ুনঃ কালুখালীতে মাছের পোনা অবমুক্তকরণ
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজীম, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় এবং সদরপুর থানার ওসি (তদন্ত) মো: আনিসুর রহমান। সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির। এছাড়াও উপজেলার বিভিন্ন পুকুর মালিক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট