রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্ত করন কর্মসূচি চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এই কর্মসূচির আওতায় কালুখালী উপজেলার ৪টি জলাশয়ে ৩শ ১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জলাশয়গুলো হলো কালুখালী উপজেলা পরিষদ পুকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুকুর,গজারিয়া বিল ও ঠাকুর বিল।