ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo চাকুরিচ্যুত বিডিআর’দের চাকুরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালিত Logo নগরকান্দায় বাস – ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ২০ Logo তানোরে শহীদ মিনারে জুতা পাঁয়ে মাদরাসা সুপার Logo মোহনপুরে তারুণ্যের উৎসবে ২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন Logo মধুখালীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সম্মেলন অনুষ্ঠিত Logo হাতিয়ায় নব পাঠদান ও বই বিতরণ অনুষ্ঠিত Logo তানোরে আহম্মদ চ্যারিটি সেন্টারের শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান Logo রাজশাহীতে শীতার্ত দু:স্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি’র মৃত্যুবার্ষিকী স্মরণে ফরিদপুরে আলোচনাসভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বাঘার নারায়নপুর বাজারে মুদি দোকানের শার্টার কেটে চুরি

বাঘায় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে শার্টার কেটে মালামাল চুরি ঘটনা ঘটেছে। শনিবার (৩১-৮-২০২৪) দিবাগত রাতে বাঘা পৌর এলাকার নারায়নপুর বাজারে অসিম স্টোরে চুরির এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাজারে ৪জন নৈশ প্রহরি রয়েছে বলে জানা গেছে।

 

জানা গেছে,অসিম কুমার সা বাজারে একজন বড় ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠানটি ৪রুম বিশিষ্ট। সামনের রুমের শার্টার কেটে ২৫ কেজি ওজনের ২বস্তা মসুর ডাল,১০ কেজি ওজনের ৭বস্তা আটা,২০০ মিলির ৩০ পিচ প্যারাস্যুট তৈল ৩০ পিচ বেলি ফুল তৈল,৫ লিটারের সোয়াবিন তৈর ২ পিচ,২লিটারের ২পিচ,কনডেন্স মিল্ক ৯পিচ(মিলি),চকলেট ৫জার,তারকাটা ৬বক্স সহ পঞ্চাশ হাজার টাকার উপরে মালামাল চুরি করে নিয়ে যায়।

 

অসিম স্টোরের স্বত্তাধিকারি অসিম কুমার সা জানান, শনিবার রাত ২টা ২০ মিনিটে নেশ প্রহরি জাহেরুদ্দিন ও এলাহিবক্স তার বাড়িতে গিয়ে চুরির বিষয়টি জানায়। রাত আড়াইটার সময় দোকানে এসে দেখেন সামনের রুমের একটি শার্টার কেটে মালামাল চুরি করে নিয়ে গেছে। ভেতর থেকে আরেকটি রুমের শার্টাার কাটার চেষ্টা করে কাটতে পারেনি। বিষয়টি তাৎক্ষনিক থানায় ও বাজার কমিটির সভাপতি সম্পাদককে জানান। তিনি জানান, বাজারে ৪জন নৈশ প্রহরি আছে। তার ব্যবসা প্রতিষ্ঠানের এরিয়ায় থাকেন মোহাম্মদ আলী।

 

জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী জানান,ঝনঝন শব্দ শুনে অসিমের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাওয়ার পর ৩জন লোক দৌড় দিয়ে মেইন সড়কের পূর্ব পাশের পুকুর পাড় দিয়ে চলে যায়। আরেক নৈশ প্রহরি এলাহি বক্সের ভাষ্য, পলাশ এর ফলের দোকানের গলি দিয়ে মেইন সড়কের পশ্চিমে চলে যায়। তাদের দাবি,ওই সময় কোন মালামাল তাদের কাছে ছিলনা। আর মালিকের দাবি নৈশ প্রহরির টের পাওয়ার আগেই চুরি যাওয়া মামলাল ভ্যান গাড়িতে নিয়ে গেছে।
সরেজমিন রোববার(১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গিয়ে দেখা যায়, বাঘার নারায়নপুর হয়ে পাকুড়িয়া য়াতায়াতের মেইন সড়কের ২০ হাত পশ্চিমে বিভিন্ন পণ্যর বড় ব্যবসা প্রতিষ্ঠানটি অসিমের । সেখানে ছোট যান যাতায়াতের বড় একটি গলি রয়েছে।

 

 

বাজার কমিটির সাধারন সম্পাদক আমজাদ খান জানান,চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

বাঘার নারায়নপুর বাজারে মুদি দোকানের শার্টার কেটে চুরি

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

বাঘায় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে শার্টার কেটে মালামাল চুরি ঘটনা ঘটেছে। শনিবার (৩১-৮-২০২৪) দিবাগত রাতে বাঘা পৌর এলাকার নারায়নপুর বাজারে অসিম স্টোরে চুরির এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাজারে ৪জন নৈশ প্রহরি রয়েছে বলে জানা গেছে।

 

জানা গেছে,অসিম কুমার সা বাজারে একজন বড় ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠানটি ৪রুম বিশিষ্ট। সামনের রুমের শার্টার কেটে ২৫ কেজি ওজনের ২বস্তা মসুর ডাল,১০ কেজি ওজনের ৭বস্তা আটা,২০০ মিলির ৩০ পিচ প্যারাস্যুট তৈল ৩০ পিচ বেলি ফুল তৈল,৫ লিটারের সোয়াবিন তৈর ২ পিচ,২লিটারের ২পিচ,কনডেন্স মিল্ক ৯পিচ(মিলি),চকলেট ৫জার,তারকাটা ৬বক্স সহ পঞ্চাশ হাজার টাকার উপরে মালামাল চুরি করে নিয়ে যায়।

 

অসিম স্টোরের স্বত্তাধিকারি অসিম কুমার সা জানান, শনিবার রাত ২টা ২০ মিনিটে নেশ প্রহরি জাহেরুদ্দিন ও এলাহিবক্স তার বাড়িতে গিয়ে চুরির বিষয়টি জানায়। রাত আড়াইটার সময় দোকানে এসে দেখেন সামনের রুমের একটি শার্টার কেটে মালামাল চুরি করে নিয়ে গেছে। ভেতর থেকে আরেকটি রুমের শার্টাার কাটার চেষ্টা করে কাটতে পারেনি। বিষয়টি তাৎক্ষনিক থানায় ও বাজার কমিটির সভাপতি সম্পাদককে জানান। তিনি জানান, বাজারে ৪জন নৈশ প্রহরি আছে। তার ব্যবসা প্রতিষ্ঠানের এরিয়ায় থাকেন মোহাম্মদ আলী।

 

জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী জানান,ঝনঝন শব্দ শুনে অসিমের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাওয়ার পর ৩জন লোক দৌড় দিয়ে মেইন সড়কের পূর্ব পাশের পুকুর পাড় দিয়ে চলে যায়। আরেক নৈশ প্রহরি এলাহি বক্সের ভাষ্য, পলাশ এর ফলের দোকানের গলি দিয়ে মেইন সড়কের পশ্চিমে চলে যায়। তাদের দাবি,ওই সময় কোন মালামাল তাদের কাছে ছিলনা। আর মালিকের দাবি নৈশ প্রহরির টের পাওয়ার আগেই চুরি যাওয়া মামলাল ভ্যান গাড়িতে নিয়ে গেছে।
সরেজমিন রোববার(১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গিয়ে দেখা যায়, বাঘার নারায়নপুর হয়ে পাকুড়িয়া য়াতায়াতের মেইন সড়কের ২০ হাত পশ্চিমে বিভিন্ন পণ্যর বড় ব্যবসা প্রতিষ্ঠানটি অসিমের । সেখানে ছোট যান যাতায়াতের বড় একটি গলি রয়েছে।

 

 

বাজার কমিটির সাধারন সম্পাদক আমজাদ খান জানান,চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট