দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ উপলক্ষে ০১ সেপ্টেম্বর রোববার সকালে আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থানী ভবনের হলরুমে ক্লাবের আহ্বায়ক আমিনুর রহমান আচ্চুর সভাপতিত্বে ও সময়ের প্রত্যাশা পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি মো.ইকবাল হোসেনের পরিচালনায় আলোচানা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুুজ্জামান টুনু, সদ্য সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাবেক সভাপতি কোবাদ হোসেন ও এনায়েত হোসেনসহ আলফাডাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।