ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর বাজারের প্রধান সড়কে ‘হানিফ বিরিয়ানী হাউজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের শুভ-উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে (বাদ জোহর) এক দুআ মাহফিলের আয়োজন করা হয়। দুআ ও মুনজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
উপস্থিত ছিলেন সদরপুর মাদরাসার শিক্ষক মুফতী মাহদী হাসান, সজীব বিশ্বাস, মোল্লা জাওয়াদ, রিফাত মৃধা, বাবু কাজী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ।
হানিফ বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মো: আল-আমিন হোসেন জানান, এ ব্যবসায় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমি আশাবাদী, সদরপুরবাসী আমাদের এখানে ভালোমানের খাবার পাবেন। এখানে বাসমতি চাউলের বিরিয়ানী, শাহী মোরগ বিরিয়ানী, ইলিশ বিরিয়ানী, তেহারী, ভুনা খিচুরি সহ নাস্তা দুপুর ও রাতের খাবার পাওয়া যাবে।