রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান সুফি কামাল মিন্টুর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,গত ২৮ আগস্ট বুধবার কামারগাঁ ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান সুফি কামাল মিন্টুর অপসরণের দাবিতে ইউপির বিভিন্ন এলাকার নাগরিক, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকগণ ইউপি কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ প্রদর্শন ও পথসভা করেছেন।
সভায় বক্তাগণ বলেন, ভোটবিহীন চেয়ারম্যান জনগন মানে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান গত ২৬ আগষ্ট শপথ গ্রহণ করে কিন্তু জনগন তাঁকে চেয়ারম্যান হিসেবে মানে না। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দ্রুত সময়ের মধ্যে তাঁকে অপসারণ করতে হবে। নইলে ইউপির নাগরিকগণ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
সভায় বক্তব্য রাখেন, ৬ নং কামারগাঁ ওয়ার্ড বিএনপির সভাপতি মো জসিম উদ্দীন, ইউনিয়ন যুবদল সভাপতি সেন্টু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার, সাবেক মেম্বার আমিরুল ইসলাম, উপজেলা যুব দলের সদস্য আমিরুল ইসলাম সাদ্দাম, ৬ নং যুব দল সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, যুব নেতা ফেন্সী মন্ডল, মিজানুর রহমান বাবু, আকবর আলী, আবজাল, মশিউর রহমান, ৪ নং বিএনপির সভাপতি ফরিদ হোসেন ও ৫ নং বিএনপির সভাপতি ইমাজ উদ্দীন প্রমুখ।