মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই ব্রতকে সামনে রেখে খোকসা উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খোকসা এর সহযোগিতায় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতায় দুই ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে ঔ উপজেলা চত্বর থেকে মঙ্গলবার দিবাগত রাতে খোকসা থেকে রওনা দিয়ে বুধবার বিকেলে নোয়াখালী সোনাইমুর উপজেলা পৌঁছায় ।
২ ট্রাক ত্রান সামগ্রী খাদ্য, ঔষধ, পানি, শিশু খাদ্য ও শুকনা কাপড় রাত রাত্রে রওনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। ত্রাণ ভর্তি ট্রাক ২ টির নেতৃত্বে আছেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু।
সফর সঙ্গী হিসাবে রয়েছেন শোমসপুর উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আব্দুল আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তুষার আহমেদ তুহিন, মুহা: নাজমুজ্জামান,আরিফুল ইসলাম-১, আরিফুল ইসলাম-২, সাইফুল ইসলামসহ বৈষম বিরোধী আন্দোলনের ১২ ছাত্র।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন দেশে চলমান অবস্থায় দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ায় আমাদের লক্ষ্য এটাকে সামনে রেখে খোকসা উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অক্লান্ত চেষ্টায় এবং খোকার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় আমরা এ কাজটি করতে পেরেছি। তিনি আরো বলেন আমরা যতটুকু আশা করেছিলাম খোকসা বাসি তার চেয়ে অনেক বেশি সাহায্য সহযোগিতা করেছেন। তিনি এ ব্যাপারে খোকসা বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে সার্বিক সহযোগিতা কামনা করেন।