ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার বিকেল ৪টার দিকে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সিয়াম প্রামানিক (১৩)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসি
শামসু প্রামানিকের ছোট ছেলে। দুই বোন দুই ভাইয়ের মধ্যে সিয়াম সবার ছোট। সে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেশী শামীম মোল্যা জানায় ঘটনার দিন বিকেলে সিয়াম বাড়ির পেছনের একটি ক্ষেতে ঘাস কাটতে যায়।
হঠাৎ বজ্রপাতের ঘটনায় সে মাটিতে লুটিয়ে পরে। শিশুটিকে মাঠে পরে থাকতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকত্সক ডা.ননী গোপাল হালদার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে তার পরিবারে শোক নেমে এসেছে।
প্রিন্ট