ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে মারাত্বক যখম করার অভিযোগ উঠেছে। সোমবার ২৬ আগস্ট বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে প্রবাসীর স্ত্রী দু জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী আজিজার শেখের স্ত্রী রেবেকা বেগম ও তার জাঁ শিল্পী বেগমের সাথে সাধারণ বিষয় ও জমিজমা দখল নিয়ে দীর্ঘদিন যাবত ভেজাল লেগে আসছে। সম্প্রতি পুকুরের ঘাটলায় কাপড় কাঁচা নিয়ে দু’জনের তর্কবিতর্কের সৃষ্টি হয়। পরে শিল্পী বেগম ও তাঁর মেয়ে জান্নাতি প্রবাসীর স্ত্রী রেবেকাকে লাঠি ও কাঠের বাটাম দিয়ে বেধরক মারপিট করে। মারপিটের কারণে ডান চোখ ও শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা যখম হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার ২৭ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে প্রেরণ কার হয়।
প্রবাসীর ছোট মেয়ে আছিয়া বলেন, আমার মাকে চাচি ও তার মেয়েসহ ৪-৫ জন এসে বেধরক পিটাতে থাকে। আমি কিছু বুঝে উঠার আগেই তারা মেরে চলে যায়। সামান্য বিষয় নিয়ে তারা আমার মাকে এভাবে মারলো। আমি এর বিচার চাই। ঘটনা স্থলে গিয়ে শিল্পী বেগম ও তাঁর মেয়েকে না পাওয়ার কারণে তাঁর বক্তব্য দেয়া সম্ভব হয়নি। তাদের ঘরে এসময় তালা ঝুলতে দেখা গিয়েছে।
বোয়ালমারী থানা পুলিশ বলেন, প্রবাসীর স্ত্রীকে মারপিট করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট