দেশে চলমান বন্যায় সারা দেশের মানুষ তাদের সাধ্যমত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে। এবার অর্থ সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়ালেন ফরিদপুরের কৃষক হাটের কয়েকশত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ত্রাণ সংগ্রহ বুথে শ্রমিজীবীরা এ অর্থ প্রদান করেন।
এসময় শ্রমজীবীদের পক্ষ থেকে উত্তোলিত ১৩ হাজার ৭’শ টাকা ও ছয়টি নতুন লুঙ্গি বানভাসিদের জন্য প্রদান করে। রাজেন্দ্র কলেজের ত্রাণ সংগ্রহ বুথের স্বেচ্ছাসেবীরা এসময় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবরার নাদিম ইতু বলেন, ‘ফরিদপুরের কৃষক হাটের শ্রমজীবী ভাইদের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা ডোনেট করলেন বন্যার্তদের জন্য। এটা সত্যিই বড় প্রশংসনীয়। দেশের এই ক্রান্তিকাল না আসলে বুঝাই যেত না নিম্ন আয়ের মানুষও দেশ ও দেশের মানুষকে কতটা ভালোবাসে।’
ইতু বলেন, ‘বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বানভাসিদের পাশে দাঁড়াচ্ছে। এমন অনেকেই আছেন যারা আঁড়াল থেকেও আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। এটা দেশের মানুষের জন্য অনুপ্রেরণা বটে।’