সুরলহরি সংগীত একাডেমীর উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্মবার্ষিকী আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যায় রথ খোলার আনন্দ আশ্রমে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চারুবালা সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন, বিশেষ অতিথি ছিলেন ধুমকেতু নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন শুরশ্রী সংগীত একাডেমীর পরিচালক সন্দীপ কুমার মন্ডল।
অনুষ্ঠানে বন্যা কবলিত মানুষের মঙ্গল কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিক্ষক লিয়াকত হোসেন, সরস্বতী রানী বিশ্বাস, জুই সাহা, অঙ্কুশ সরকার, আরাধ্যা সাহা, দেবাংকৃতা সাহা, দেবাশীষ সাহা, সুব্রত বৈদ্য, অনির্বাণ সরকার প্রমূখ।
এ সময় প্রতিষ্ঠানটিতে ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট