বর্ণাঢ্য আয়োজনে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দুপুরে কালুখালীর মদন মোহন জিঁউ মন্দিরের সামনে ফিতা কেটে কর্মসূচি শুরু করা হয়। এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খাঁন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, কে. এম. আইনুল হাবিব, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসু , সাধারণ সম্পাদক, জাদব দও, আলমগীর হোসেন, জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফিতা কাঁটার পর জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মদন মোহন জিঁউ মন্দিরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খাঁন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, কে. এম. আইনুল হাবিব, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসু , সাধারণ সম্পাদক, জাদব দও, আলমগীর হোসেন, জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।