মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার মেগচামী ২ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শফিকুল আলম খাঁনের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মাওলানা সৈয়দ আনোয়ার আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব হয়রত মাওলানা আলীমুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগচামী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মেগচামী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল কায়ুম সাবেক জামায়াতে ইসলামীর দায়িত্বশীল তোফায়েল আহমেদ টিক্কা ওয়ার্ড সাধারণ সম্পাদক জিলান ফকিরসহ আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ৬ টি ওয়ার্ডের দায়িত্বশীলগণ।