ফরিদপুরে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের চারশতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।
বাস চালক শামসু মোল্লা (৬২) কে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের তিন থেকে চারশ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়।
গত বুধবার রাতে বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করেন নিহত শামসু মোল্লার স্ত্রী মঘলা বেগম (৩১)।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান গতকাল জানান এ মামলার এজাহারে আসামি হিসেবে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। তাকে বানানো হয়েছে হুকুমের আসামি।
এছাড়া দায়ের করা এ মামলায় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেক লীগ ও শ্রমিক লীগের অজ্ঞাতনামা তিন থেকে চারশ জনকে আসামি করা হয়েছে।
- আরও পড়ুনঃ মাগুরাতে বদলি আদেশ পাওয়ার পর পেছনের তারিখে ফাইলপত্র ও ব্যাংক চেক স্বাক্ষরকালে ডিসির বাসভবন ঘেরাও
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক খায়রুল বাশার বলেন, সিসি টিভির ফুটেজ দেখে আসামি সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত এ হত্যা মামলার কোন আসামিকে গ্রেপ্তার করা হয়নি। নিহত শামসু মোল্লা ফরিদপুরের করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চালক ছিলেন।
প্রিন্ট