১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোমের স্কুগোস এলাকার একটি হলে এই সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরী ও পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডঃ ফরহাদ আলী খান।
আলোচনা সভা পরিচালনায় সহযোগিতা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নাজমুল খান। এই শোক দিবসের সভায় সার্বিক সহযোগিতায় ছিল সুইডেন ছাত্রলীগ, সুইডেন যুবলীগ, সুইডেন স্বেচ্ছাসেবকলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সুইডেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ উনার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচণা সভা শেষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবিধানিকভাবে বঙ্গবন্ধু জাতির পিতা এবং সংবিধানে জাতীয় শোক দিবস বহাল থাকার পরেও সরকারিভাবে জাতীয় শোক দিবস পালন না করা জাতির জন্য লজ্জাজনক। তার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
এসময় নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলনের বীর শহীদের ভাষ্কর্য, ঐতিহাসিক ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি ও বিভিন্ন জাদুঘর, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ঘর-বাড়ি, মন্দির ভাঙচুরের ও ও লুটের নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। জুলাই থেকে শুরু করে এবং ৫ই আগস্টের পর অগণিত আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, সম্পত্তি ব্যবসা বাণিজ্য দখলসহ সকল মানবিধাকার লঙ্ঘনের ব্যাপারে আন্তর্জান্তিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ ধরণের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে তার বিচার দাবি করা হয়। নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানি করার ঘৃণ্য কাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করা হয় এবং জননেত্রীকে আবারও সসম্মানে দেশে ফিরিয়ে আনার দৃঢ় শপথ নেন।
প্রিন্ট