ফরিদপুর সভার ২৫ নং ওয়ার্ডে আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
এতে ভাজন ডাঙ্গা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু।
এ সময় তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আমরা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করে আসছি। একে অপরের সুখ দুঃখের সাথী হিসেবে পাশে রয়েছি।
এবং একে অপরের সহযোগিতা করছি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সামাজিক ভাবেও আমাদের সম্পর্ক অনেক গভীর। এই ওয়ার্ডে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে পাশাপাশি সবার সহযোগিতা পেলে ২৫ নং ওয়ার্ড কে একটা মডেল ওয়ার্ড হিসেবে পরিচালনা করা করা হবে।
এ সময় তিনি আরো বলেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে । আর তাই যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি এ সময় অতীতের মত ভবিষ্যতেও এ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাজন ডাঙ্গা সার্বজনীন কালী মন্দিরের পুরোহিত গণেশ ভট্টাচার্য অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা বলাই বাবু সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।