সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটিরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগীতায় গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সজল চন্দ্র শীল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফ্ফার মিয়া, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, এস আই অপূর্ব প্রমূখ।
বক্তারা বলেন দেশে বর্তমানে দুধের চাহিদা অনুযায়ী উৎপাদন কম হওয়ায় দুধ উৎপাদনের লক্ষ্যে খামারীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। উক্ত প্রদর্শনীতে উপজেলার ৯ টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক ক্ষুদ্র খামারীরা স্টলে অংশগ্রহন করে। পরে বিজয়ী খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। হুমায়ূন কবির তুহিন সদরপুর, ফরিদপুর
প্রিন্ট