ছাত্রদের উপর গুলি বর্ষণ, নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতনের প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মধুখালী উপজেলা ও পৌর যুবদল এবং উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আলাদা দুটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ই আগষ্ট) ২০২৪ইং সকাল ১১ ঘটিকার সময় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌরসভার নিউ জননী ল্যাবের সামনে থেকে মধুখালী রেলগেট গিয়ে কিছুক্ষণ অবস্থান করে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মোক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, যুগ্ন আহবায়ক আকরাম ফকির, ফরিদুল ইসলাম, ইমদাদ হোসেন, হাবিবুর রহমান সুমন,পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান কালা, সদস্য সচিব রায়হান মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, যুগ্ন আহবায়ক রাজু বিশ্বাস, ওবায়দুল খন্দকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, যুগ্ন আহ্বায়ক মো: কামরুজ্জামান, মো: বাদসা মৃধা, মনিরুজ্জামান, শামিম আহমেদ, হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল আশরাফ জনি, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, আরিফ হোসেন, মেহেদী হাসান রাশুম সহ অন্যান্য নেতৃবৃন্দ।