রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের( বিএমডিএ) এক গভীর নলকুপ অপারেটরের উপর হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় ১৪ আগষ্ট বুধবার ভুক্তভোগী অপারেটর রজব আলী বাদি হয়ে ইউপি সদস্য(মেম্বার) আসগর আলীসহ ৭ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) মাড়িয়া মৌজার গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন রজব আলী। এমতাবস্থায় গত ১৩ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় বিবাদীগণ পূর্বপরিকল্পিতভাবে অপারেটর রজব আলীর অতর্কিত হামলা করে। এসময় তাদের হাতে ছিল লাঠি-সোঠা, ধারালো অস্ত্র, ছুরি, লোহার রড, হাসুয়া ইত্যাদি।
- আরও পড়ুনঃ বিএনপি নেতা ফজলুর দাফন সম্পন্ন
তাদের এলোপাথাড়ি মারধরে রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রজব। এসময় ৩ নং বিবাদীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করে। কিন্তু ছুরিটি রজবের ডান চোখের উপরে লেগে কেটে যায়। এতে তার অনেক রক্তক্ষরণ হয়। এসময় তার চিৎকার শুনে আশপাশের কৃষকগণ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
রজবের করা অভিযোগে আরো বলা হয় বিবাদীগণ অত্যন্ত দাঙ্গাবাজ প্রকৃতির লোক।