বাঘা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ফজলুর রহমান(৫৫), মঙ্গলবার (১৩/৮/২০২৪ ইং) সন্ধ্যা আনুমানিক ৬.০০ টার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি উচ্চ রক্তচাপ জনিত ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বুধবার(১৪-০৮-২০২৪) সকাল ১০ টায় নিজ গ্রামে জানাযার নামাজ শেষে পাবিারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ফজলুর রহমান বাঘা পৌর সভার কলিগ্রাম নিবাসী মৃত নিয়াত মোল্লার ৬ ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে। নিঃসন্তান ফজলুর রহমান- মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
ফজলুর রহমান-বিএনপির রাজনীতিতে যুক্ত থেকে বাঘা উপজেলা শাখার ছাত্রদল, যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক (জাসাস) দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সামাজিক কর্মকান্ডে তার পদারচনা ছিল উন্নয়নমূখী।
জানাযার নামাজে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর , জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক, চারঘাট পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র জাকিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন সম্পাদক ও যুবদলের সাবেক সম্পাদক মোখলেচুর রহমান মুকুল, পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজসহ প্রয়াতের স্বজনরা ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, জিয়া পরিষদের সাবেক সভাপতি বাবুল ইসলাম, বাঘা বাজার কমিটির সাধারন সম্পাদক, বিএনপি নেতা কামাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, আড়ানি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন,গড়গড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আফাজ উদ্দীন, যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, প্রভাষক নবাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সাহবাজ আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠন ও এলাকার স্থানীয়রা।