ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ Logo ফরিদপুরে আ.লীগের ব্যানারে মিছিল দেওয়ার প্রস্তুতিকালে বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ Logo বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলন Logo শ্রমিকদল নেতাদের সহযোগীতায় জোরপূর্বক জমি দখলে শসস্ত্র হামলা Logo ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের একদফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত Logo ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা Logo আলফাডাঙ্গায় শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক Logo মুকসুদপুর উপজেলা পরিষদের ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

হাতিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে নৌবাহিনী প্রধানের আহ্বান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এসেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বুধবার (১৪ আগস্ট) সকালে হেলিকপ্টারে করে হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে নামেন তিনি। এরপর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে হাতিয়া দ্বীপ কলেজ মাঠ থেকে নৌবাহিনীর আরেকটি হেলিকপ্টারে করে তিনি হাতিয়া ছেড়েছেন।
জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক কি না তা দেখতে হাতিয়ায় আসেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। তারপর সবার সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তামজিদ উদ্দিন বলেন, আমরা নৌবাহিনীর প্রধান মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমরা নদীভাঙ্গন রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি। তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরকে কাজ করার জন্য বলবেন বলেও জানিয়েছেন।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে। এসব আলোচনার মাধ্যমে তিনি হাতিয়ার পরিস্থিতি বুঝতে পেরেছেন। আগামীতে সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ ছাড়াও তিনি হাতিয়া ডিগ্রি কলেজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন, যা কলেজটির উন্নয়নে ব্যবহৃত হবে।
নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান বলেন, স্যার (নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান) শিক্ষার্থী, শিক্ষকসহ সবার কথা শুনেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেছেন। হাতিয়ায় শান্তি-শৃঙ্খলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পুলিশ ও প্রশাসন যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

error: Content is protected !!

হাতিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে নৌবাহিনী প্রধানের আহ্বান

আপডেট টাইম : ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এসেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বুধবার (১৪ আগস্ট) সকালে হেলিকপ্টারে করে হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে নামেন তিনি। এরপর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে হাতিয়া দ্বীপ কলেজ মাঠ থেকে নৌবাহিনীর আরেকটি হেলিকপ্টারে করে তিনি হাতিয়া ছেড়েছেন।
জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক কি না তা দেখতে হাতিয়ায় আসেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। তারপর সবার সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তামজিদ উদ্দিন বলেন, আমরা নৌবাহিনীর প্রধান মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমরা নদীভাঙ্গন রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি। তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরকে কাজ করার জন্য বলবেন বলেও জানিয়েছেন।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে। এসব আলোচনার মাধ্যমে তিনি হাতিয়ার পরিস্থিতি বুঝতে পেরেছেন। আগামীতে সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ ছাড়াও তিনি হাতিয়া ডিগ্রি কলেজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন, যা কলেজটির উন্নয়নে ব্যবহৃত হবে।
নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান বলেন, স্যার (নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান) শিক্ষার্থী, শিক্ষকসহ সবার কথা শুনেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেছেন। হাতিয়ায় শান্তি-শৃঙ্খলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পুলিশ ও প্রশাসন যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন।

প্রিন্ট