যশোরের বেনাপোল বন্দর থানার পুটখালি সীমান্তে মধ্যবয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) বলছে, অজ্ঞাত ব্যক্তিটিকে ৩/৪দিন পূর্বে কুপিয়ে হত্যা করা হতে পারে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, মঙ্গলবার দুপুরে পুটখালি সীমান্তের ভারত বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর ১৪৬ আর পিলার হতে আনুমানিক ২০০ গজ উত্তরে শূন্যরেখা হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
জানতে চাইলে বেনাপোল বন্দর থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা যায় ৩/৪ দিন আগে দুস্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে রেখে গেছে। লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রিন্ট