৫ আগস্ট পট পরিবর্তনে পরবর্তীতে সারাদেশে সনাতনধর্মী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়য়ের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ী ঘরে হামলা ভাংচুর আক্রমণ, লুটপাট ও সম্পদ ধ্বংসের প্রতিবাদে এবং দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ফরিদপুরের মধুখালীতে মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মধুখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ৫ আগস্ট পটপরিবর্তনের পরবর্তীতে সারাদেশে সনাতনধর্মী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়য়ের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ী ঘরে হামলা ভাংচুর আক্রমণ, লুটপাট ও সম্পদ ধ্বংসের প্রতিবাদে এবং দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক কুমার পোদ্দার, সহ-সভাপতি চিকুর রঞ্জন সাহা, সহ-সভাপতি কাজল বসু, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক দিপংকর পাল, মহিলা বিষয়ক সম্পাদক শুক্লা ভৌমিকসহ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।