স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সাংগঠনের নেতা কর্মীরা। মঙ্গলবার(১৩-০৮-২০২৪) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক বলেন, ষড়যন্ত্র করে কেউ পার পাবেনা। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের এখনো বহুপথ পাড়ি দিতে হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা উল্লেখ করে মানিক খান বলেন, আমাদের বিতর্কিত করার জন্য আওয়ামীলীগ সমর্থিত যারা দলে অনুপ্রবেশ করে হামলা ভাংচুর,লুটপাট করেছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।
আরও পড়ুনঃ জেলা শিক্ষা অফিসারের নামে সেলামী নেওয়ায় কালুখালীর স্কুল শিক্ষক লাঞ্চিত
এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন সম্পাদক ও যুবদলের সাবেক সম্পাদক মোখলেচুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালা উদ্দীন আহমেদ শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সাহবাজ আলী সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা।