জাগো জাগো হিন্দু জাগো। সারাদেশে সনাতনী (হিন্দু) দের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, নির্যাতন, লুটপাট ও বাড়ি ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে গোপালগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১২আগস্ট) সকাল ১১টা গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে দশটা হতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ফেস্টুন ব্যানার নিয়ে সনাতনীদের খন্ড খন্ড মিছিল প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করে।
একপর্যায়ে প্রেস ক্লাবের সামনের সড়ক ধারন ক্ষমতার বাইরে চলে যায়। দুপুর বারোটার দিকে সমাবেশটি জনসমুদ্রে রূপান্তরিত হয়ে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় গোপালগঞ্জ পাচুড়িয়া হতে গেট পাড়া পর্যন্ত সনাতনী (হিন্দু) দের জমায়েত হয়।
- আরও পড়ুনঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিভিন্ন হিন্দু সংগঠনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এ সময় তারা আমার মাটি আমার মা এই দেশ ছাড়বো না, জাগো জাগো হিন্দু জাগো সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে বৈরী আবহাওয়ার কারণে দুপুর দেড়টার দিকে সমাবেশটির সমাপ্তি ঘোষণা করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।
প্রিন্ট