রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগষ্ট) মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কুলখানির আয়োজন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহরিয়ার আলমের সার্বিক তত্বাবধানে এতে অংশগ্রহণ করেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড: আব্দুস সামাদ, দুর্গাপর উপজেলা চেয়ারম্যান শরিফুজ্জামান, চারঘাট উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ । বৈরি আবহাওয়া উপেক্ষা করে এতে অংশ গ্রহন করেন তারা।
উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন জানান, উপজেলার ৭টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা, পাশ্ববর্তী উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মি এবং নিকটবর্তী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী সহ ১৩ হাজারের অধিক লোকজনের আপ্যায়নের ব্যবস্থা রেখে আয়োজন করা হয়। বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্টু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
সাবেক সাংগঠনিক সম্পাদক উপাধক্ষ্য ওয়াহিদ সাদিক কবির জানান, এর আগে বাবুল ইসলামের গাঁওপাড়ার নিজ গ্রামে, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,গত ২২ জুন দু’পক্ষের সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আশরাফুল ইসলাম বাবুল ২৬ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রিন্ট