নাটোরের লালপুরে পদ্মার চরাঞ্চলে সামাজিক বনায়নের মাধ্যমে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বন বিভাগের আয়োজনে একটি জাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও প্রকল্পের উপকারভোগীদের সভাপতি এএম রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার ওসি নাছিম আহমেদ, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা বন বিভাগের কর্মকর্তা এ,বি,এম আব্দুল্লাহ প্রমুখ।
এ সময় মহরকয়ার সামাজিক বনায়নের ৩২ জন সদস্যের প্রত্যেকের হাতে ৩৯ হাজার ৩শ ৮৮ টাকার চেক তুলে দেন এমপি আবুল কালাম আজাদ।
প্রিন্ট