“ভরবো মাছে মোদের দেশ, গড়বো র্স্মাট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালী
বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের
পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে
সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথির পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু।
মেরিন ফিশারিজ অফিসার মাহামুদুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।
রাজাপুর উপজেলায় মৎস্য উৎপাদন, মৎস্য খাতে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস্য চাষীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আরো ঊক্তব্য রাখেন মঠবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান
মো. শাহ জালাল হাওলাদারসোবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহআলম নান্নু প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ উপকারভোগী মৎস্যজীবিরা ।
প্রিন্ট