ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র ও এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের হামেরদী নামক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইজিবাইক ও রোজিনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মকর্তা নার্গিস আক্তার (৩৫) ঘটনা স্থলেই নিহত হয়।
সে ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের মানিকদাহ গ্রামের আজমত আলীর স্ত্রী । রোববার সকালে বাসা থেকে ভাঙ্গা উপজেলা সদর অফিসের উদ্দেশ্যে ইজিবাইকে করে আসছিল নার্গিস আক্তার। সে সময় নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রোজিনা পরিবহনের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
অপরদিকে একই উপজেলার তালমা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রোববার সকাল ১০ টার দিকে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র জাহিদ মোল্লা (২০) অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছে। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার হাজীপুর গ্রামের আশরাফ মোল্লার পুত্র বলে জানা গেছে। সকালে থ্রী হুইলার মাহিন্দ্রতে করে ফরিদপুরের উদ্দেশে রওয়ানা দেয় সে। পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি মাহিন্দ্রকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ কলেজ ছাত্র মারা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ২টি উদ্ধার করে। কিছু আইনি প্রক্রিয়া শেষ করে নিহত ২ জনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে । ১টি বাসটি আটক করা হয়েছে। অপর গাড়িটি আটকের চেষ্টা চলছে।
প্রিন্ট