ফরিদপুরের চরভদ্রাসনে মোঃ শাখাওয়াত মৃধা(৪৫)নামে এক গৃহকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে তার নিজ বাড়িতে মারা যান তিনি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। শাখাওয়াত পেশায় একজন মৎস্যজিবী। সে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার চার ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রয়েছে।
শাখাওয়াতের স্ত্রী জোৎস্না মৃধা (৩৭) জানান তার স্বামী দুদিন যাবত বুকে ব্যাথার কথা বলেছে। অভাব অনটনের সংশারে বড় ছেলে কাজে না যাওায়ায় আজ পরিবারের সকলের সাথে রাগারাগি করেন শাখাওয়াত ও স্ত্রীকে মারধোর করেন। শাখাওয়াত মারা যাওয়ার আগে মেয়ের কাছ থেকে ঔষুধ চেয়ে খান। হঠাৎ মেয়ের ডাকাডাকিতে ঘরে যেয়ে দেখেন তার স্বামী অচেতন অবস্থায় পরে আছে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক ডা.ননী গোপাল হালদার শাখাওয়াতকে মৃত বলে ঘোষনা করেন।
ডা.ননী গোপাল জানান। দুপুর দুইটার দিকে শাখাওয়াতের স্বজনেরা তাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন। স্বজনেরা তার মাথায় আঘাতের কথা না বল্লেও প্রাথমিক পর্যবেক্ষনে শাখাওয়াতের মাথায় ক্ষত দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন তিনি।
এ ব্যাপরে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন মৃত্যুর সঠিক কারন নির্নয় করতে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর প্রেরণ করা হয়েছে ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট