কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি ইজারাকৃত বালুরঘাট থেকে ৫টি পেট্রোল বোমা ককটেল ও প্রায় ৪ লিটার পেট্রোল তেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) রাত ২ টা ৫ মিনিটের সময় উপজেলার কয়া ইউনিয়নের কয়া ঘোড়াই ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
তবে বালুরঘাটের ইজারাদারের দাবি, চাঁদা না পেয়ে স্থানীয় প্রভাবশালীরা তাকে বালু তোলায় বাধা সৃষ্টি করছে। আর রাতে দুর্বৃত্তরা বালু তোলার যন্ত্র ভ্যেকুর উপর একটি ককটেল বিস্ফোরোণ করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আরো ৫ টি ককটেল ও ৪ লিটার পেট্রোল তেল উদ্ধার করেছে।
- আরও পড়ুনঃ চা বিক্রি করেই সংসার চলে শামীমের
কুমারখালী থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে রাত ২ টা ৫ মিনিটের সময় তিনি ৫ টি পরিত্যাক্ত ককটেল ও কিছুটা পেট্রোল তেল উদ্ধার করেছেন। তবে একটি বোমা বিস্ফোরোণের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।