গতকাল রবিবার বগুড়া জেলা শহরে জগন্নাথ দেবের রথ উৎসব পালন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যে সকল ভক্তবৃন্দ নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন ফরিদপুর জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার সহ কমিটির অন্যান্য নেত্ববৃন্দ।
তাহারা শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আহতদের হাসপাতালে সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ করা যেতে পারে গতকাল রবিবার রথযাত্রা চলাকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৫ জন মারা যান। একই ঘটনায় প্রায় ৩০ জনের মতো ভক্তবৃন্দ আহত হন।