রাজশাহীর বাঘায় রাসেল ভাইপার (সাপ) এর ছোবলে শাকিল হোসেন (২০) নামে এক শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। সে উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের আকবর হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাকিল হোসেনের পিতা আকবর হোসেন জানান, সোমবার (১ জুলাই) সকালে ইউনিয়নটির মানিকের চরে বাদাম উঠাতে যায়। এ সময় তার হাতে সাপে ছোবল দেয়। পরে সাপটি বস্তাবন্দি করে শাকিল হোসেনকে রামেক হাসপতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সাপটি রাসেল ভাইপার কিনা সে বিষয়ে জানাতে পারেননি।
সোমবার বিকাল সাড়ে ৬টায় কথা হলে, চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার জানান, ছোবল দেওয়া সাপটি রাসেল ভাইপার। ওই সাপসহ শ্রমিককে রামেক হাসপাতালে নিয়ে গেছে। বর্তমানে সে ভাল আছে বলে জেনেছি।
প্রিন্ট