ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুর সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক Logo তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য Logo বাঘায় তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo শালিখায় পলিথিনের বিকল্প উপকরণ বিতরণ Logo আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত- ৭ Logo গুরুদাসপুরে মিথ্যা তথ্যের জন্য দুটি চানাচুর কারখানা মালিকের জরিমানা Logo রাজশাহী বিএমডিএর স্টোর কিপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ Logo আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল আলফাডাঙ্গায় নির্মাণ শ্রমিক রুবেল Logo বাঘায় ট্রাক চাপায় নিহত দুইজন Logo ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শেড ফাউন্ডেশনের বহিস্কৃত কর্মী লিটনের কান্ড

রাজশাহীর তানোরে শেড ফাউন্ডেশনের বহিষ্কৃত কর্মী পিকে  এম মোজাহার উল ইসলাম লিটনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।  গত ২০২৪ সালের ১২ জুন পিকে এম মোজাহারুল ইসলাম লিটনকে স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প শেড ফাউন্ডেশন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সম্প্রতি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মহকাত প্রামানিকের পুত্র হাসান প্রামানিক বাদি হয়ে পিকে মোজাহার উল ইসলামকে বিবাদী করে আত্রাই থানায় প্রতারণার অভিযোগ করেছেন।
তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বনগাঁ গ্রামের বাসিন্দা পিকে এম সিরাজুল ইসলামের পুত্র পিকে এম মোজাহার উল ইসলাম।
এদিকে হাসান প্রামানিকের লিখিত অভিযোগে বলা হয়েছে, আসামী পিকে,এম, মোজাহার উল ইসলাম লিটন (৫৫), পিতা- পিকে এম. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প অফিস, আলম এ্যাপার্টমেন্ট, বাড়ি নং এইচ-৬৯, পুরাতন এয়ারপোর্ট রোড, শালবাগান, বিসিক মোড়, রাজশাহী- ৬২০৩ এর প্রকল্প পরিচালক ও প্রশাসন পদে কর্মরত আছেন। তিনি আমাকে ফার্মাসিক্যাল ঔষুধ দিবে মর্মে গত ইং- ১২/০৮/২০২৩ তারিখে ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা গ্রহন করেন।
যাহার জন্য পরবর্তী ৮ (আট) দিনের মধ্যে আমার কাজ থেকে গ্রহনকৃত ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকার বিনিময়ে ঔষুধ দিবেন মর্মে অঙ্গীকারা বন্ধ হন, এছাড়াও উক্ত স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প, শেড ফাউন্ডেশন বাংলাদেশ আত্রাই উপজেলা, নওগাঁতে। সুপার ভাইজার পদে কিছু জনবল নিয়োগ দিবে বলিয়া গত ইং- ১০/০৯/২০২৩ তারিখে আমার নিকট থেকে ০৫ (পাঁচ) জন কে নিয়োগের জন্য ১২,৫০০/- (বার হাজার পাঁচশত) টাকা গ্রহন করেন। তিনি পরবর্তীতে সময় মত উক্ত ০৫ (পাঁচ) জনকে নিয়োগ প্রদান করিতে না পারিলে, আমি পর্যায়ক্রমে তাহাকে দেওয়া সর্বমোট (৫২,০০০+ ১২,৫০০) = ৬৪,৫০০/- (চুষটি হাজার পাঁচশত) টাকা) বার বার চাইলে তিনি নানান টাল বাহানা করতে থাকেন।
অবশেষে গত ইং- ০১/০৬/২০২৪ তারিখে তাহার সহিত সরাসরি সাক্ষাতে পাইয়া এবং উপস্থিত কিছু স্বাক্ষীগনের সম্মুখে আমার পাওনাকৃত ৬৪,৫০০/- (চুষট্টি হাজার পাঁচশত) টাকা চাহিলে তিনি আমাকে টাকাগুলি ফেরত দিবেন না বলিয়া অস্বীকার করেন। এবং বারং বারং টাকা চাহিতে গেলে খুন জখম করিবে বলিয়া ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে পিকে এম মোজাহার উল ইসলাম লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে শেড ফাউন্ডেশন পরিচালক রাজু আহম্মেদ বলেন, চাকরির শর্ত লঙ্ঘন ও প্রতারণার অভিযোগে পিকে এম মোজাহার উল ইসলাম লিটনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এবিষয়ে আত্রাই থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন,অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

দৌলতপুর সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক

error: Content is protected !!

শেড ফাউন্ডেশনের বহিস্কৃত কর্মী লিটনের কান্ড

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি :
রাজশাহীর তানোরে শেড ফাউন্ডেশনের বহিষ্কৃত কর্মী পিকে  এম মোজাহার উল ইসলাম লিটনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।  গত ২০২৪ সালের ১২ জুন পিকে এম মোজাহারুল ইসলাম লিটনকে স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প শেড ফাউন্ডেশন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সম্প্রতি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মহকাত প্রামানিকের পুত্র হাসান প্রামানিক বাদি হয়ে পিকে মোজাহার উল ইসলামকে বিবাদী করে আত্রাই থানায় প্রতারণার অভিযোগ করেছেন।
তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বনগাঁ গ্রামের বাসিন্দা পিকে এম সিরাজুল ইসলামের পুত্র পিকে এম মোজাহার উল ইসলাম।
এদিকে হাসান প্রামানিকের লিখিত অভিযোগে বলা হয়েছে, আসামী পিকে,এম, মোজাহার উল ইসলাম লিটন (৫৫), পিতা- পিকে এম. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প অফিস, আলম এ্যাপার্টমেন্ট, বাড়ি নং এইচ-৬৯, পুরাতন এয়ারপোর্ট রোড, শালবাগান, বিসিক মোড়, রাজশাহী- ৬২০৩ এর প্রকল্প পরিচালক ও প্রশাসন পদে কর্মরত আছেন। তিনি আমাকে ফার্মাসিক্যাল ঔষুধ দিবে মর্মে গত ইং- ১২/০৮/২০২৩ তারিখে ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা গ্রহন করেন।
যাহার জন্য পরবর্তী ৮ (আট) দিনের মধ্যে আমার কাজ থেকে গ্রহনকৃত ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকার বিনিময়ে ঔষুধ দিবেন মর্মে অঙ্গীকারা বন্ধ হন, এছাড়াও উক্ত স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প, শেড ফাউন্ডেশন বাংলাদেশ আত্রাই উপজেলা, নওগাঁতে। সুপার ভাইজার পদে কিছু জনবল নিয়োগ দিবে বলিয়া গত ইং- ১০/০৯/২০২৩ তারিখে আমার নিকট থেকে ০৫ (পাঁচ) জন কে নিয়োগের জন্য ১২,৫০০/- (বার হাজার পাঁচশত) টাকা গ্রহন করেন। তিনি পরবর্তীতে সময় মত উক্ত ০৫ (পাঁচ) জনকে নিয়োগ প্রদান করিতে না পারিলে, আমি পর্যায়ক্রমে তাহাকে দেওয়া সর্বমোট (৫২,০০০+ ১২,৫০০) = ৬৪,৫০০/- (চুষটি হাজার পাঁচশত) টাকা) বার বার চাইলে তিনি নানান টাল বাহানা করতে থাকেন।
অবশেষে গত ইং- ০১/০৬/২০২৪ তারিখে তাহার সহিত সরাসরি সাক্ষাতে পাইয়া এবং উপস্থিত কিছু স্বাক্ষীগনের সম্মুখে আমার পাওনাকৃত ৬৪,৫০০/- (চুষট্টি হাজার পাঁচশত) টাকা চাহিলে তিনি আমাকে টাকাগুলি ফেরত দিবেন না বলিয়া অস্বীকার করেন। এবং বারং বারং টাকা চাহিতে গেলে খুন জখম করিবে বলিয়া ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে পিকে এম মোজাহার উল ইসলাম লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে শেড ফাউন্ডেশন পরিচালক রাজু আহম্মেদ বলেন, চাকরির শর্ত লঙ্ঘন ও প্রতারণার অভিযোগে পিকে এম মোজাহার উল ইসলাম লিটনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এবিষয়ে আত্রাই থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন,অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট