গোপালগঞ্জে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ জেলা কমিটির আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)’র সভাকক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন।
উক্ত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চৌধুরী রুহুল আমীন শহীদ, আহম্মদ আলী খান, মোঃ সাইফুর রশিদ চৌধুরী, ক্যাব গোপালগঞ্জ এর সাংগঠনিক সম্পাদক শেখ মহব্বত ই আনোয়ার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের (জিপিসি) সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, ক্লাবের সদস্য ও আজকের সংবাদ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ ফয়জুল ইসলাম।
দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, সাংবাদিক এবাদ হোসেন, দৈনিক আইন বার্তা পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি রাতুল হাসান, সাংবাদিক জাকিয়া সুলতানা।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ ভোক্তা সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি শামীম হাসান ভোক্তা অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি সকল পর্যায়ের ভোক্তাদের সচেতন হওয়ার আহবান জানান।
নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন বলেন সাংবাদিকরা আমাদের তথ্য দিলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অভ্যাহত থাকবে বলেও এই কর্মকর্তারা নিশ্চিত করেন। কর্মকর্তাগণ এ বিষয়ে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট