নড়াইল সরকারি মহিলা কলেজে বার্ষিক প্রীতিভোজ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলের আয়োজনে বিদায় অনুষ্ঠানে সমাজবিজ্ঞানের প্রভাষক হোস্টেল সুপার আছিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ্যামা প্রসাদ সাহা, গনিত বিভাগের সরকারি অধ্যাপক অশোক কুমার মজুমদার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুহম্মদ নাজমুল হোসাইন রনি, ইসলাম শিক্ষার প্রভাষক মাহমুদুর রহমান, এইচএসসি বিদায়ী পরীক্ষার্থী, হোস্টেলের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা।
বক্তারা বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষায় করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় শিক্ষার্থীরা গান, নাচ ও অভিনয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
প্রিন্ট