কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
নির্বাচনি ব্যবস্থার পরিবর্তন, বিদেশে পাচারের টাকা উদ্ধার, খেলাপি ঋণ আদায়সহ,জড়িত ও দায়ীদের শাস্তি, আর্থিক খাতের অব্যবস্থাপনা, অনিয়ম দূর করাসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় কমিটি কতৃক আহূত কর্মসূচী অনুযায়ী এ আজ বুধবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি’র সম্পাদক মন্ডলির সদস্য জনাব বেলায়েত হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আবরার নাদিম ইতু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন । তারা বিদেশে অর্থ পাচারকারীদেরকে খুজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।একই সাথে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে সীমাহীন দুর্নীতি ও লুটপাট কারীদের কে খুজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান ।
প্রিন্ট