দক্ষিণ আফ্রিকার এক কৃষ্ণাঙ্গ যুবককে ধর্ষণের দায়ে এক হাজার ৮৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি হাইকোর্ট। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
দেশটির নর্থ হাউটেং (প্রিটোরিয়া) হাইকোর্টের বিচারপতি পেপি মোসোপা এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। অভিযুক্ত কৃষ্ণাঙ্গ যুবকের বিরুদ্ধে অর্ধশতাধিক নারীকে ধর্ষণের অভিযোগসহ চুরি, ডাকাতি এবং শতাধিক ফৌজদারি অভিযোগ প্রমাণিত হয়েছে। তারপর আদালত তার বিরুদ্ধে উপরোক্ত রায় প্রদান করেছেন।
দণ্ডিত যুবক সেলো আব্রাম ম্যাপোনিয়া (৩৩) দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া ও আশপাশের এলাকাগুলোতে গত পাঁচ বছরে এসব অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
ধর্ষণের শিকার মহিলাদের মামলার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে গ্রেপ্তার হয়েছিলেন ম্যাপোনিয়া। এ মামলায় সাহস করে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আদালতের বিচারপতি।
প্রিন্ট