রাজবাড়ীর কালুখালী উপজেলার স্বাস্থ্য সেবার মান দেখতে সোমবার আকস্মিকভাবে হাসপাতাল ঘুরে দেখেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্লা। ঘড়ির কাটায় সময় তখন সকাল ১০টা।
এ সময় রাজবাড়ীর জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মনের কক্ষে প্রবেশ করেন। সালাম বিনিময় করে তিনি পরিচয় দিলে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন তাকে বসার জন্য অনুরোধ করেন। কিন্তু না বসে তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম দেখতে চান। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন তাকে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখান।
সিজার ও নরমাল ডেলিভারী রুম দেখার সময় জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্লা বলেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের ব্যবস্থা চালু হয়েছে তা আমার জানা ছিলো না। এছাড়া রোগীদেের ওয়ার্ডে গিয়ে তিনি তাদের সেবা সম্পর্কে জানতে চাইলে লাইলী বেগম নামের এক রোগী জানান, ‘আমরা ঠিকঠাক সবই পাচ্ছি।’
স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখে জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্লা বলেন, ‘সরকার স্বাস্থ্য সেবার প্রতি আন্তরিক। তাই সেবার মানকে ধরে রাখতে হবে।’
প্রিন্ট