চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলকুজইলে বিলের পানিতে ডুবে আসফাক আহম্মেদ তাহমিদ (২৩) নামে নর্থ সাউথ ইউনিভার্সিটি ৩য় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছে। সে রাজশাহী শহরের রাজপাড়া থানার সিপাইপাড়া গ্রামের আফতাব উদ্দিন তানুর ছেলে। বুধবার (১৯ জুন) আনুমানিক ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রাম সংলগ্ন বিলকুজইলে বিলে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, মৃত্যু আসফাক আহম্মেদ তাহমিদ ও তার বন্ধু ফারদিন হোসেন (২৪) দুই বন্ধু মিলে রাজশাহী থেকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের ফাহাদ সামিত নামে তাদের বন্ধুর বাসায় মঙ্গলবার বেড়াতে আসেন। বুধবার দুপুরে দিকে পার্শ্ববর্তী বিলকুজইল বিলে গোসল করতে নামলে পানির স্রোতে যেয়ে পূর্ণভবা নদীতে তলিয়ে গেলে সাথে থাকা অন্য বন্ধুরা ও উপস্থিত জেলেরা আসফাক আহম্মেদ তাহমিদ কে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় আক্কেলপুর বাজার বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
পরে রাত ১১ টার দিকে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারে নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট