ঢাকা , বুধবার, ১৯ জুন ২০২৪, ৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়া দৌলতপুরে চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন পথ দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক ভাবে বেশ কম। ঈদুল আজহা উপলক্ষে জবেহকৃত কোরবানির গরু, মহিষ ও ছাগলের চামড়া দেশে সুবিধা জনক চাহিদা নেয় বললে চলে। ছোট মাপের একটি গরুর চামড়া ৫০০ টাকা থেকে ৬০০ টাকা, বড় মাপের চামড়া ৭০০ থেকে ৮০০ টাকা, ছাগলের চামড়া ৫০ থেকে  ১০০ টাকা।

কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে ছোট মাপের গরুর চামড়া ১০০০ থেকে ১২০০ রূপি বড় মাপের গরুর ১৫০০ থেকে ১৬০০ রুপি, ছাগলের ১০০ থেকে ২০০  রুপি, যে কারনে অধিক মুনাফার লোভে কিছু পাচারকারী ভারতে চামড়া পাচার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র আওতাধীন দৌলতপুর উপজেলার যে সকল সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা আছে সে সমস্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। উপজেলার কাজিপুর, ধর্মদহ, বিলগাতুয়া, জামালপুর, বগমারী, ৪০ পাড়া, চিলমারী আতারপাড়া ও উদয় নগর সীমান্ত অন্যতম।

বিশেষ করে ৪৭ বিজিবির আওতাধীন দৌলতপুর উপজেলার ৪০ কি:মি: সীমান্ত তার কাটার বাইরে হওয়ায় এই এলাকাসমূহের সীমান্তে বাড়তি নজরদারি আছে বলে জানা গেছে। সীমান্ত সংলগ্ন বিভিন্ন ঈদগাহের ঈমামদের চামড়া পাচার রোধে বক্তব্য প্রদান করার অনুরোধ করেন বিজিবি। এ ছাড়াও সীমান্ত সংলগ্ন প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদেরকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন-(৪৭ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান বলেন, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবি’কে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি পোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া দৌলতপুরে চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন পথ দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক ভাবে বেশ কম। ঈদুল আজহা উপলক্ষে জবেহকৃত কোরবানির গরু, মহিষ ও ছাগলের চামড়া দেশে সুবিধা জনক চাহিদা নেয় বললে চলে। ছোট মাপের একটি গরুর চামড়া ৫০০ টাকা থেকে ৬০০ টাকা, বড় মাপের চামড়া ৭০০ থেকে ৮০০ টাকা, ছাগলের চামড়া ৫০ থেকে  ১০০ টাকা।

কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে ছোট মাপের গরুর চামড়া ১০০০ থেকে ১২০০ রূপি বড় মাপের গরুর ১৫০০ থেকে ১৬০০ রুপি, ছাগলের ১০০ থেকে ২০০  রুপি, যে কারনে অধিক মুনাফার লোভে কিছু পাচারকারী ভারতে চামড়া পাচার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র আওতাধীন দৌলতপুর উপজেলার যে সকল সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা আছে সে সমস্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। উপজেলার কাজিপুর, ধর্মদহ, বিলগাতুয়া, জামালপুর, বগমারী, ৪০ পাড়া, চিলমারী আতারপাড়া ও উদয় নগর সীমান্ত অন্যতম।

বিশেষ করে ৪৭ বিজিবির আওতাধীন দৌলতপুর উপজেলার ৪০ কি:মি: সীমান্ত তার কাটার বাইরে হওয়ায় এই এলাকাসমূহের সীমান্তে বাড়তি নজরদারি আছে বলে জানা গেছে। সীমান্ত সংলগ্ন বিভিন্ন ঈদগাহের ঈমামদের চামড়া পাচার রোধে বক্তব্য প্রদান করার অনুরোধ করেন বিজিবি। এ ছাড়াও সীমান্ত সংলগ্ন প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদেরকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন-(৪৭ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান বলেন, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবি’কে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি পোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।