পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে টানা ৫ দিন বন্ধ থাকবে আমদানি রফতানি বাণিজ্য। একইভাবে বেনাপোল কাস্টমস এবং বন্দরে সকল কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজেদুর রহমান মুঠোফোনে দৈনিক ‘সময়ের প্রত্যাশা’কে বলেন, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদ উল আযহা। এ উপলক্ষে ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
অপরদিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীমান কার্ত্তিক চক্রবর্তী জানান, আগামী ১৭ জুন মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৪ থেকে ১৮ জুন বাংলাদেশে এবং ভারতের পেট্রাপোল বন্দরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এজন্য দুই দেশের মধ্যে ৫ দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে মর্মে সরকারের তরফে একটি চিঠি আমরা পেয়েছি। তবে আগামী ১৯ জুন সকাল থেকে এ পথে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে ফিরে আসবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, বেনাপোল পেট্রাপোল বন্দরে ৫ দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। সাধারণত বন্ধের এ সময়ে ভারতগামী যাত্রীদের চাপ একটু বেশি থাকে। বাড়তি চাপ সামলাতে ইমিগ্রেশন পুলিশ প্রস্তুত রয়েছে। এজন্য
প্রয়োজনীয় ডেস্ক এবং অফিসার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, টানা ৫ দিন বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৯ জুন সকাল থেকে এ পথে আবার আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে।
প্রিন্ট