গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি নকল আইসক্রিম তৈরির কারখানায় ও একটি বেকারীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় কমলাপুর গ্রামের নিউ পদ্মা আইসক্রিম কারখানার ২০ হাজার টাকা, নতুন বাজার মেসার্স হাফিজুর আইসক্রিম তৈরির কারখানাকে ১০ হাজার টাকা ও মেসার্স রাইসা বেকারীতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৮ জুন) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তিনটি কারখানায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ আসাদুজ্জামান নূর।
এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।
এ বিষয়ে শামীম হাসান বলেন, ‘ নিউ পদ্মা আইসক্রিম’ মেসার্স হাফিজুর আইসক্রীম ও মেসার্স রাইসা বেকারী নামক ওই কারখানায় নকল আইসক্রিম তৈরি হতো। তাদের লেবেল, মোড়ক কিংবা বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিলো না। ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৭ ধারামতে এসব কারখানা মালিকদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রিন্ট