পাবনার চাটমোহরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৮ জুন) চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদেী হাসান শাকিল, নাজির বাবুল উদ্দিন, সার্ভেয়ার ইসহাক আলী, নামজারী সহকারী মাহবুব হাসান, পেশকার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বেশকিছু আবেদনকারীদের ডিসিআর ও খতিয়ান প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদেী হাসান শাকিল জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা, ই নামজারী ব্যবস্থাপনা, জলমহাল ব্যবস্থাপনা, নামজারী রিভিউ মামলা ব্যবস্থাপনা শতভাগ ডিজিটাইজেশন হয়েছে।
তিনি জানান, এছাড়া ২০২৪ সালের মে পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। অর্পিত সম্পত্তি থেকে আদায় হয়েছে ১২ লাখ টাকা। ৬৫০টি বিবিধ মামলা নিষ্পত্তি হয়েছে। উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।