ঢাকা , বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খুনি হাসিনাকে দেশে এনে বিচার করা হবে -অধ্যাপক শহিদুল ইসলাম Logo হাতিয়ায় ২৭৯ টি সিমকার্ড ও ৭৬ মোবাইল ফোনসহ নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান আটক Logo খাগড়াছড়িতে চাঁদা আদায়কালীন সময়ে ইউপিডিএফ সদস্য আটক Logo তানোরের মোহর স্কুলে জেঁকে বসেছে নানা অনিয়ম Logo ফরিদপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন অনুষ্ঠিত Logo নাগেশ্বরী তে দুই পক্ষের সংঘর্ষ, মটর সাইকেলে আগুন গুরুতর আহত ৪ Logo নগরকান্দায় বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার Logo ভেড়ামারায় মশার কয়েলের আগুনে পুড়ল বসতবাড়িসহ গবাদি পশু Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বিভিন্ন আয়োজনে পাংশায় ইউএনও জাফর সাদিক চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

প্রতিদিন ২৭ কোটি টাকার আম বিক্রি

চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম দেশের গন্ডি পেরিয়ে বিশ্ববাজারে

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি রসালো সুগন্ধ ও স্বাধে দেশের অন্যান্য জেলার আমের চেয়ে সেরা আম উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে। প্যাকেটিং জাত করে কীটনাশক ছাড়াই নিরাপদ আম উৎপাদনে শীর্ষ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম।

নিরাপদ ও সুমিষ্টি আমের জন্য এই আম দেশের গন্ডি পেড়িয়ে বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে। দেশের চার ভাগের এক ভাগ আমই উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে। এবং বাংলাদেশের মোট ২৩ টি জিআই পণ্যের মধ্যে ৪ টি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ৪ জাতের আম সেগুলো হলো খিরসাপাত, ল্যাংড়া, আশ্বিনা ও ফজলি। ইতি মধ্যেই বিদেশিরা এসে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান প্রদর্শন করে গেছে আবার আগামী ২২ই জুন চিন থেকে একটি টিম চাঁপাইনবাবগঞ্জের আম ও আম বাগান প্রদর্শনে আসার কথা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আম দেশের গন্ডি পেড়িয়ে সুইডেন, ইংল্যান্ড, দুবাই আরব আমিরাত, ইতালিসহ প্রায় ১৪ টি দেশে রপ্তানি হচ্ছে। দেশের আম রপ্তানিতেও শীর্ষে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার মেট্রিকটন যার বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। চলতি বছর আবহাওয়া অনূকুলে না থাকায় আমের উৎপাদন কম হয়েছে। ফলে বাজারে আমের দামও দ্বিগুন। যেখানে গত বছর খিরসাপাত, গোপাল ভোগ আম বাজারে বিক্রি হয় ১৮০০ টাকা থেকে ২০০০টাকা মন সেই আম বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৪০০০ টাকা থেকে ৪৫০০ টাকা মন। ভাল দাম পেয়ে আম চাষীরা খুশী।

আমি চাষী মোঃ বেলাল জানান, আমার ১০ বিঘা জমতি আম চাষ রয়েছে গত বছর আমের দাম কম পাওয়ায় অনেক লোকসান গুনতে হয়েছে। এবার আমের দাম বেশী হওয়ায় গত বছরের লোকসান কাটিয়ে উঠে বড় একটা লাভের সম্ভবনা আছে।

আরেক আম চাষী জিয়া জানান, এ বছর তীব্র শীত ও কুয়াশায় আমের মুকুল বের হতে পারেনি যা বের হয়েছিলো তাও আবার বৃষ্টির কারণে প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছিলো। ফলে আম উৎপাদন এবার কম হয়েছে। তবে আমের দাম গত বারের চেয়ে দ্বিগুণ হওয়ায় আমরা কিছুটা হলেও গতে বারের লোকসান কাটিয়ে উঠবো বলে আশা করছি।

জেলায় সর্ববৃহত্তম আম বাজার কানসাট এর পরই রয়েছে রহনপুর রেল স্টেশন আম বাজার, ভোলাহাট আম ফাউন্ডেশন আম বাজার এসব আম বাজার ও জেলার বাগান গুলো থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৫ কোটি টাকার আম বিক্রয় হয়ে থাকে।

কানসাট আম আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু জানান, চাঁপাইনবাবগঞ্জে গত ৫ জুন থেকে আম ভাঙ্গা শুরু হয়েছে। আমের উৎপাদন কম হওয়ায় আম চাষীরা গত বছরের চেয়ে দ্বিগুন দামে আম বিক্রয় করছে। গত কয়েক দিন থেকে আম ভাঙ্গা শুরু হওয়ায় এখনও আম বাজার জমে উঠেনি তবে সামনে সপ্তাহে পুরোদমে জমে উঠবে আম বাজার। তিনি জানান কানসাট আম বাজার এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার এখানে প্রতিদিন গড়ে ৪শত থেকে ৫ শত ট্রাক আম বিক্রয় হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। এই কানসাট আম বাজারে প্রতিদিন প্রায় ২৫ থেকে ২৬ কোটি টাকার আমি বিক্রয় হয়। কানসাট বাজারের আমি নিরাপদ, সুমিষ্টি ও গুনগত মান ভাল হওয়ায় এখানকার আমের চাহিদা দেশ জুড়ে।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, রপ্তানি যোগ্য আম উৎপাদন প্রকল্পের আওয়াতায় গোমস্তাপুর উপজেলা ৩৯ জন আম চাষীকে আমের চারা, বালাইনাশক, ফ্রুটব্যাগ, আম বহনের জন্য প্লাস্টিকের ক্যারেট ও বাগানে সেচ ও পরিচর্যার জন্য নগদ অর্থ তুলে দিয়েছি। এবং এই প্রকল্পে আম চাষীদের নিয়ে মাঠ দিবস করেছি। আশা করি রপ্তানিকারকরা আগামীতে চাঁপাইনবাবগঞ্জ আম রপ্তানিতে আরো আগ্রহ প্রকাশ করবে ।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার জানান, আবহাওয়া প্রতিকূলে না থাকায় এবার আমের উৎপাদন কম হয়েছে। তাতে আমের বাজার দর ভাল পাবে আম চাষীরা। চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি যোগ্য করে তোলার জন্য আমাদের প্রজেক্ট কাজ করছে। প্রজেক্টের আওতায় আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনী দিয়েছি। এছাড়া গ্যাপ মেন্টাল করে যে আম উৎপাদন হয় তা আমরা পাটনার প্রকল্পের আওতায় করছি।

চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদনের ক্ষেত্রে বানিজ্যিক ভাবে এখানে কিছু উদ্যোগতা নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরসহ ৫ টি উপজেলাতেই এরা কাজ করছে। এবার আমরা আমের প্রক্রিয়াজাত করণের উপর নজর দিয়েছি আশা করি আগামী বছর আমের প্রক্রিয়াজাত করণের কিছু কাজ হবে। এলাকার আম চাষীদের বড় সমস্যা হলো আমের উৎপাদন বেশী হলেই তারা বলেন যে আমের দাম পাচ্ছি না। আবার আমের উৎপাদন কম হলে তারা হতাশায় থাকে এবং বলে যে আমের উৎপাদন কমে গেছে। সে ক্ষেত্রে যদি কিছু আমের প্রক্রিয়াজাত সেন্টার গড়ে তুলতে পারি সে ক্ষেত্রে দেখা যাবে যে আমের একটা বড় অংশ সেখানে চলে গেছে। দেখা যাবে আমের উৎপাদন কম হলেও এর হেরফের হয়ে চাষীরা যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটি আর হবে না।

 

 

তিনি আরো বলেন, গত বছর যে আম রপ্তানি হয়েছিলো বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশী ছিলো। এ বছরও রপ্তানি বাড়ানোর জন্য কাজ করছি ইতিমধ্যে রপ্তানি কারকরা আমাদের বিভিন্ন উপজেলার আম বাগান প্রদর্শন করেছে যেটি এর আগে কোন দিনও হয়নি। রপ্তানি কারকরা আমাদের বিভিন্ন বাগান প্রদর্শন করে আম পছন্দ করেছে এবং অগ্রিম চুক্তি বদ্ধ হয়েছে। তিনি আসা করেন আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের আমের স্বর্ণালী দিন আসবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ আম বিদেশে রপ্তানি হবে। তাতে বৈদেশিক মূদ্রা অর্জন হবে। কৃষি পণ্য রপ্তানিতে আম একটা বিরাট ভূমিকা রাখবে। গত বছরের চেয়ে আমের রপ্তানি দ্বিগুণ করার প্রত্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খুনি হাসিনাকে দেশে এনে বিচার করা হবে -অধ্যাপক শহিদুল ইসলাম

error: Content is protected !!

প্রতিদিন ২৭ কোটি টাকার আম বিক্রি

চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম দেশের গন্ডি পেরিয়ে বিশ্ববাজারে

আপডেট টাইম : ০১:২১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি রসালো সুগন্ধ ও স্বাধে দেশের অন্যান্য জেলার আমের চেয়ে সেরা আম উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে। প্যাকেটিং জাত করে কীটনাশক ছাড়াই নিরাপদ আম উৎপাদনে শীর্ষ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম।

নিরাপদ ও সুমিষ্টি আমের জন্য এই আম দেশের গন্ডি পেড়িয়ে বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে। দেশের চার ভাগের এক ভাগ আমই উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে। এবং বাংলাদেশের মোট ২৩ টি জিআই পণ্যের মধ্যে ৪ টি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ৪ জাতের আম সেগুলো হলো খিরসাপাত, ল্যাংড়া, আশ্বিনা ও ফজলি। ইতি মধ্যেই বিদেশিরা এসে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান প্রদর্শন করে গেছে আবার আগামী ২২ই জুন চিন থেকে একটি টিম চাঁপাইনবাবগঞ্জের আম ও আম বাগান প্রদর্শনে আসার কথা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আম দেশের গন্ডি পেড়িয়ে সুইডেন, ইংল্যান্ড, দুবাই আরব আমিরাত, ইতালিসহ প্রায় ১৪ টি দেশে রপ্তানি হচ্ছে। দেশের আম রপ্তানিতেও শীর্ষে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার মেট্রিকটন যার বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। চলতি বছর আবহাওয়া অনূকুলে না থাকায় আমের উৎপাদন কম হয়েছে। ফলে বাজারে আমের দামও দ্বিগুন। যেখানে গত বছর খিরসাপাত, গোপাল ভোগ আম বাজারে বিক্রি হয় ১৮০০ টাকা থেকে ২০০০টাকা মন সেই আম বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৪০০০ টাকা থেকে ৪৫০০ টাকা মন। ভাল দাম পেয়ে আম চাষীরা খুশী।

আমি চাষী মোঃ বেলাল জানান, আমার ১০ বিঘা জমতি আম চাষ রয়েছে গত বছর আমের দাম কম পাওয়ায় অনেক লোকসান গুনতে হয়েছে। এবার আমের দাম বেশী হওয়ায় গত বছরের লোকসান কাটিয়ে উঠে বড় একটা লাভের সম্ভবনা আছে।

আরেক আম চাষী জিয়া জানান, এ বছর তীব্র শীত ও কুয়াশায় আমের মুকুল বের হতে পারেনি যা বের হয়েছিলো তাও আবার বৃষ্টির কারণে প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছিলো। ফলে আম উৎপাদন এবার কম হয়েছে। তবে আমের দাম গত বারের চেয়ে দ্বিগুণ হওয়ায় আমরা কিছুটা হলেও গতে বারের লোকসান কাটিয়ে উঠবো বলে আশা করছি।

জেলায় সর্ববৃহত্তম আম বাজার কানসাট এর পরই রয়েছে রহনপুর রেল স্টেশন আম বাজার, ভোলাহাট আম ফাউন্ডেশন আম বাজার এসব আম বাজার ও জেলার বাগান গুলো থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৫ কোটি টাকার আম বিক্রয় হয়ে থাকে।

কানসাট আম আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু জানান, চাঁপাইনবাবগঞ্জে গত ৫ জুন থেকে আম ভাঙ্গা শুরু হয়েছে। আমের উৎপাদন কম হওয়ায় আম চাষীরা গত বছরের চেয়ে দ্বিগুন দামে আম বিক্রয় করছে। গত কয়েক দিন থেকে আম ভাঙ্গা শুরু হওয়ায় এখনও আম বাজার জমে উঠেনি তবে সামনে সপ্তাহে পুরোদমে জমে উঠবে আম বাজার। তিনি জানান কানসাট আম বাজার এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার এখানে প্রতিদিন গড়ে ৪শত থেকে ৫ শত ট্রাক আম বিক্রয় হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। এই কানসাট আম বাজারে প্রতিদিন প্রায় ২৫ থেকে ২৬ কোটি টাকার আমি বিক্রয় হয়। কানসাট বাজারের আমি নিরাপদ, সুমিষ্টি ও গুনগত মান ভাল হওয়ায় এখানকার আমের চাহিদা দেশ জুড়ে।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, রপ্তানি যোগ্য আম উৎপাদন প্রকল্পের আওয়াতায় গোমস্তাপুর উপজেলা ৩৯ জন আম চাষীকে আমের চারা, বালাইনাশক, ফ্রুটব্যাগ, আম বহনের জন্য প্লাস্টিকের ক্যারেট ও বাগানে সেচ ও পরিচর্যার জন্য নগদ অর্থ তুলে দিয়েছি। এবং এই প্রকল্পে আম চাষীদের নিয়ে মাঠ দিবস করেছি। আশা করি রপ্তানিকারকরা আগামীতে চাঁপাইনবাবগঞ্জ আম রপ্তানিতে আরো আগ্রহ প্রকাশ করবে ।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার জানান, আবহাওয়া প্রতিকূলে না থাকায় এবার আমের উৎপাদন কম হয়েছে। তাতে আমের বাজার দর ভাল পাবে আম চাষীরা। চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি যোগ্য করে তোলার জন্য আমাদের প্রজেক্ট কাজ করছে। প্রজেক্টের আওতায় আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনী দিয়েছি। এছাড়া গ্যাপ মেন্টাল করে যে আম উৎপাদন হয় তা আমরা পাটনার প্রকল্পের আওতায় করছি।

চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদনের ক্ষেত্রে বানিজ্যিক ভাবে এখানে কিছু উদ্যোগতা নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরসহ ৫ টি উপজেলাতেই এরা কাজ করছে। এবার আমরা আমের প্রক্রিয়াজাত করণের উপর নজর দিয়েছি আশা করি আগামী বছর আমের প্রক্রিয়াজাত করণের কিছু কাজ হবে। এলাকার আম চাষীদের বড় সমস্যা হলো আমের উৎপাদন বেশী হলেই তারা বলেন যে আমের দাম পাচ্ছি না। আবার আমের উৎপাদন কম হলে তারা হতাশায় থাকে এবং বলে যে আমের উৎপাদন কমে গেছে। সে ক্ষেত্রে যদি কিছু আমের প্রক্রিয়াজাত সেন্টার গড়ে তুলতে পারি সে ক্ষেত্রে দেখা যাবে যে আমের একটা বড় অংশ সেখানে চলে গেছে। দেখা যাবে আমের উৎপাদন কম হলেও এর হেরফের হয়ে চাষীরা যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটি আর হবে না।

 

 

তিনি আরো বলেন, গত বছর যে আম রপ্তানি হয়েছিলো বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশী ছিলো। এ বছরও রপ্তানি বাড়ানোর জন্য কাজ করছি ইতিমধ্যে রপ্তানি কারকরা আমাদের বিভিন্ন উপজেলার আম বাগান প্রদর্শন করেছে যেটি এর আগে কোন দিনও হয়নি। রপ্তানি কারকরা আমাদের বিভিন্ন বাগান প্রদর্শন করে আম পছন্দ করেছে এবং অগ্রিম চুক্তি বদ্ধ হয়েছে। তিনি আসা করেন আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের আমের স্বর্ণালী দিন আসবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ আম বিদেশে রপ্তানি হবে। তাতে বৈদেশিক মূদ্রা অর্জন হবে। কৃষি পণ্য রপ্তানিতে আম একটা বিরাট ভূমিকা রাখবে। গত বছরের চেয়ে আমের রপ্তানি দ্বিগুণ করার প্রত্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।