‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধায়নে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
শনিবার (৮ জুন) বিকাল ৩ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আছাদুজ্জামান নূর এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সমাজ সেবা কর্মকতা মোশাররফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ খান।
সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান, ই- নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই সেবা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় পৌরসভাসহ উপজেলার ১৬ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট