কুষ্টিয়ার খোকসায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী ইউনুস আলী প্রামানিক (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৯ মে) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটে।
আজ শনিবার (২৯ মে) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটে।
ইউনুস আলী প্রামানিক খোকসা ইউনিয়নের দুবরাজপুর গ্রামের মৃত চতুর আলি প্রামানিকের ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, শনিবার সকালে মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক বাড়ি থেকে বাইসাইকেলে করে বাজারে আসার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে রাজবাড়ী গামী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেল কে পিছন দিক দিয়ে স্বজোরে আঘাত করে পালিয়ে যায়।
নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) এই নাম্বারের গাড়িটি তাকে ধাক্কা দেয় বলে আরও জানিয়েছেন তিনি। বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিন্ট